খাগড়াছড়ি প্রতিনিধি : জেলা সদরের বড়পাড়া এলাকায় এক ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে মেয়েটি ধর্ষণের শিকার হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম ধনিতা ত্রিপুরা (১৭)। সে বড়পাড়া এলাকার নল মোহন ত্রিপুরার ছোট মেয়ে।
এ ঘটনায় আটক তিন জন হলেন— ভাইবোন ছড়া ইউনিয়নের ভিজাচন্দ্র কার্বারী পাড়ার কম্বল ত্রিপুরা, রুমে ত্রিপুরা ও কিরণ ত্রিপুরা। তারা ধনিতা ত্রিপুরার পরিবারের পূর্বপরিচিত বলে জানা গেছে।
বড়পাড়া গ্রামের কার্বারী বিনয় ত্রিপুরা বলেন, পূর্বপরিচিতির সূত্র ধরে আটক তিন তরুণ সোমবার রাতে ধনিতা ত্রিপুরাদের বাড়িতে ছিল। ওই সময় ধনিতার মা-বাবা কেউ বাড়িতে ছিল না। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ধনিতার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ফেললে বিছানায় ধনিতার লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে এসে লাশ উদ্ধার করে।