আব্দুর রাজ্জাক : ভারতের চাহিদা পূরণে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন সোমবার এ প্রতিশ্রুতি দেয়। ভারত প্রায় ১৮শ কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক ১১৪টি যুদ্ধবিমান বিনতে চাচ্ছে। ইউরোপীয় ও রুশ কোম্পানিকে পাশ কাটিয়ে ওই বিমান বিক্রি চুক্তিটি বাগিয়ে নিতেই এ প্রতিশ্রুতি দিয়েছে লকহীড মার্টিন। হিন্দুস্তান টাইমস, স্ক্রল.ইন।
লকহিড মার্টিনের কৌশলগত ও ব্যবসায় উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বিবেক লাল বলেন, ভারত যদি অত্যাধুনিক এই বিমান ক্রয়ে চুক্তি করে তবে এটি তাদের নিজস্ব মডেল থাকবে। ভারত এই এফ-২১ যুদ্ধবিমান তার দেশের ৬০ টিরও বেশি বিমান ঘাঁটিতেই ব্যবহার করতে পারবে।
বিবেক লাল বলেন, নয়াদিল্লি যদি এফ-২১ ক্রয়ে লকহিড মার্টিনের সঙ্গে চুক্তিতে সম্মত হয় তবে ভারতের গাড়ি কোম্পানি টাটার সঙ্গে যৌথ উৎপাদন কারাখানা করা হবে। এতে করে ভারত সামগ্রিকভাবে সামরিক অস্ত্র উৎপাদনে নতুন এক মাত্রায় উন্নিত হবে। উল্লেখ্য, এফ-২১ ক্রয়ে ভারতের চুক্তিটির জন্য প্রতিযোগিতা করছে মার্কিন বিমান কোম্পানি বোয়িংয়ের এফ/এ-১৮, ডাসাল্ট এভিয়েশনের রাফায়েল, ইউরোফাইটার টাইফুন, রুশ বিমান মিগ-৩৫। সম্পাদনা : ইকবাল খান