নূর মোহাম্মদ : সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোন বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করলে গত ৮ এপ্রিল হাইকোর্ট তা খারিজ করে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মওদুদ। সম্পাদনা : ওমর ফারুক