এমরান পাটোয়ারী : ফেনীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ফেনীর পুলিশ লাইন্স মিলনায়তনে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনী জেলা পুলিশের ভাবমূর্তি যেটুকু ক্ষুন্ন হয়েছে-কাজের মাধ্যমে তা উদ্ধারের চেষ্টা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ খালেদ হোসেন।
তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। সন্ত্রাসী, জঙ্গি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, তাদের বিরুদ্ধে ফেনী পুলিশের জিরো টলারেন্স।
পুলিশ সুপার বলেন, অন্যায়কারীকে কোন ধরনের প্রশ্রয় নয়। তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যানজট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের সবধরনের প্রস্তুতি রয়েছে। সম্পাদনা : ওমর ফারুক