কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের দরিয়া নগর শুকনাছড়ি এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতিকালে ২৩ রোহিঙ্গাকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ জন নারী, সাত জন পুরুষ ও পাঁচটি শিশু রয়েছে। ১৪ মে দিবাগত রাতে তাদের আটক করা হয়।
স্থানীয়ররা জানান, দক্ষিণ কলাতলী এলাকার রাসেল, আনোয়ার,পশ্চিম বাহারছাড়া ১২ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলার কহিনুর আক্তারের বাড়ির পাশ্বস্ত্য ফয়েজ উল্লাহ প্রকাশ রং মিস্ত্রী ফজুর ছেলে শাহীন আরাফাত ঈমন (৩০) নামে অজ্ঞাত ৫-৬ জনের একটি মানবপাচারকারী দল বেশ কয়েকজন রোহিঙ্গাকে জড়ো করে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে শুকনাছড়ি এলাকার স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে।
এ সময় দালালসহ অনেকে পালিয়ে গেলেও ২৯ জনকে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।