আব্দুর রাজ্জাক : যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা ফ্লাইট স্থগিত করে বুধবার এক নির্দেশনা জারি করে মার্কিন পরিবহন মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী ভেনেজুয়েলার বিমানবন্দরগুলোর আশপাশে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির সঙ্গে সকল যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট স্থগিত থাকবে। এনডিটিভি, রয়টার্স
ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরিতার মধ্যে ফ্লাইট নিরাপত্তায় সম্প্রতি সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকটি এয়ার লাইন্স ফ্লাইট বন্ধ করে দেয়। এবার যুক্তরাষ্ট্র নিজেই নিরাপত্তা ঝুঁকির অভিযোগে এই পদক্ষেপ নিলো।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতে দেশটির ওপর দফায় দফায় অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে দেশটি শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি বরং সেখানে দেখা দিয়েছে চরম মানবিক সংকটও। এই সংকট মোকাবেলায় অন্যান্য দেশ থেকে খাদ্য সহায়তা সংগ্রহ করতো ভেনেজুয়েলা। কিন্তু মার্কিন ফ্লাইটগুলো স্থগিত হওয়ায় এ সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে ভেনেজুয়েলার নাগরিকরা।
তবে এ বিষয়ে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি।