সান্দ্রা নন্দিনী : কংগ্রেস নেতা নভোজত সিং সিধু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে পবিত্র ‘গঙ্গাপুত্র’ হিসেবে অবতীর্ণ হলেও নির্বাচনের সময়ে এসে দেখা যাচ্ছে তিনি আসলে একজন ‘রাফায়েল এজেন্ট’। এনডিটিভি
বৃহস্পতিবার হিমাচল প্রদেশে এক প্রচারণা সমাবেশে সিধু বলেন, ‘আমি নরেন্দ্র মোদীকে শুধু এটুকুই জিজ্ঞেস করতে চাই, তিনি রাফায়েল চুক্তি নিয়ে দালালি করেছেন কিনা। তিনি দেশের যেকোনও জায়গায় আমার সঙ্গে বিতর্ক করতে পারেন। সেক্ষেত্রে আমি যদি হেরে যাই, সারাজীবনের মত রাজনীতি ছেড়ে দেবো। অন্যদিকে, রাহুলজি অনেক বড় একটি বিষয়। রাহুল গান্ধী একজন কামান আর আমি হলাম একে-৪৭।’ সম্পাদনা: লিহান লিমা