আব্দুর রাজ্জাক : বেসামরিক সরকারের দাবিতে সুদানের রাজধানী খার্তুম থেকে আন্দোলনকারীদের উচ্ছেদ করতে নিরাপত্তা বাহিনী বুধবার তাদের ওপর গুলি চালালে অন্তত ৯ জন আহত হয়। এর পরই সুদানে একটি গণতান্ত্রিক সরকার কায়েমের প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন আলোচনা স্থগিত করার কথা জানায় একটি প্রতিবাদী দল। ইয়ন, স্ট্রেইট টাইমস
বুধবার সুদানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ৩ বছরের জন্য একটি যৌথ অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে উভয় পক্ষ আবারো আলোচনায় বসে। বৈঠক চলাকালে সহিংসতার জন্য আসলে কে দায়ী তা নিয়ে সামরিক কাউন্সিল ও আন্দোলনকারীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এতে আলোচনা ব্যর্থ হলে উচ্ছেদের ঘটনা ঘটে।
সুদানিস প্রফেশনালস অ্যাসোসিয়েশন’র (এসপিএ) মুখপাত্র আমজাদ ফরিদ জানান, সামরিক কাউন্সিলের সঙ্গে আলোচনা চলাকালে সাধারণ নাগরিকদের ওপর আক্রমণের জন্য সামরিক বাহিনীকে দায়ী করা হয়।
কিন্তু আন্দোলনকারীদের প্রতিনিধিদের বিরুদ্ধে আলোচনার শর্তভঙ্গের অভিযোগ আনে সামরিক কাউন্সিল। মধ্যস্ততাকারী সামরিক কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন, সমঝোতার ভিত্তিতে আন্দোলনের জন্য নির্দিষ্ট জায়গা দেয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা খার্তুমের প্রধান সড়কগুলোতে অবস্থান নেয়ায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তাই তাদের উচ্ছেদ করা হয়েছে।