আনিস তপন : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী কাজী শহীদুল্লাহকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
ইউজিসির ১৩তম নতুন এই চেয়ারম্যান আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। সম্পাদনা : আবদুল অদুদ