দেবদুলাল মুন্না : চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান নিয়ে মুখ খুললেন শমি কায়সার। শুরুতে অনিয়মের অভিযোগ তুলে অনুদান কমিটি থেকে মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মতিন রহমান ও মোরশেদুল ইসলাম পদত্যাগ করেন। অবশ্য মন্ত্রণালয় তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি। এই রেশ কাটতে না কাটতেই আবার অভিযোগ ওঠে, আবেদন ছাড়াই অনুদান পেয়েছে শমী কায়সারের ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’। বিষয়টি নিয়ে শুরুতে শমি নিজেই জটিলতা তৈরি করেন।
এই নামে কোনো ছবির জন্য আবেদন করেছিলেন কি না তা নিয়ে সংশয়ে ছিলেন। এবার বিষয়টি পরিষ্কার করেছেন। শমি কায়সার বলেন,‘এবার অনুদানের জন্য আমি কয়েকটি স্ক্রিপ্ট জমা দিয়েছি। ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’র টাইটেলে ছবিটি অনুদান পেয়েছে, সেটা আমার মায়ের লেখা বই ‘মুক্তিযুদ্ধ : আগে ও পরে’ অবলম্বনে। এটা মুক্তিযুদ্ধকালীন ৯ মাসে ঘটে যাওয়া আমার মা ও বাবার কাহিনি। পরিচালক ছবির নাম হিসেবে ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ব্যবহার করেছেন, তা বুঝতে পারিনি। পরে বাচ্চু আংকেলকে ফোন দিলে সব জানতে পেরেছি। পরিষ্কার হয়েছি যে, আমার প্রডাকশন ধানসিঁড়ির প্যাডেই ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছিলাম।’ সম্পাদনা : আবদুল অদুদ