বরিশাল প্রতিনিধি : চারুকলা শিল্পীদের সহযোগিতায় জিলা স্কুল মোড় থেকে শুক্রবার রাতে আধুনিক মেশিনের দ্বারা সড়কে ক্রসিং দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিসিসি মেয়রের উদ্যোগে বাংলাদেশে এই প্রথম বরিশাল নগরীর সড়কে বিশ্বমানের থ্রিডি জেব্রা ক্রসিং দেয়া হয়।
সিটি মেয়র বলেন, নগরীর সড়কে এই জেব্রা ক্রসিং দেয়ায় দুর থেকে গাড়ির চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিংগুলো দূর থেকে উঁচু মনে হবে। এর কারনে গাড়ির চালকরা ওইস্থানে তাদের গাড়ির গতি কমিয়ে আনবে। ফলে শিক্ষার্থী ও পথচারী সহজেই চলাচল করতে পারবে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন।
আধুনিক পদ্ধতির এ জেব্রা ক্রসিং ইতিপূর্বে শুধু বরিশালেই নয় বরং দেশের অন্যকোন সিটিতে এ ধরনের জেব্রা ক্রসিং ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সম্পাদনা : মুরাদ হাসান