শহিদুল ইসলাম : চট্টগ্রাম কারাগারে ইট দিয়ে অমিত মুহুরী নামের এক আসামিকে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় রিপন নাথকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন। অমিত মুহুরী খুনের ঘটনায় অভিযুক্ত আসামি রিপন নাথকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলো পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
২৯ মে রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলে রিপন নাথ নামের এক কয়েদির ইটের আঘাতে খুন হন অমিত মুহুরী। এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। সম্পাদনা : মুরাদ হাসান