মামুন আহম্মেদ খান : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে আনা ৪০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার সেলিম নামের এক যাত্রীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ডের আদেশ দেন।
এরআগে বিমানবন্দর থানার এসআই আশিক দেওয়ান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সেলিমের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান এতথ্য জানান। এরআগে রোববার কুয়ালালামপুর থেকে আসা সেলিমের কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। যার মোট ওজন ৮০০ গ্রাম। সম্পাদনা : ইকবাল খান