সুস্মিতা সিকদার : নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র পশ্চিমা সকল দেশগুলোকে হুয়াওয়ের ৫জি নেটওয়ার্ক ব্যবহার না করার আহ্বান জানানোর পর বেশ কয়েকটি দেশ তাদের ৫জি সেবা নিতে অস্বীকৃতি জানিয়েছে। এ কারণে চীনের এই বৃহৎ টেলিকম কোম্পানী আফ্রকায় নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করছে। ইয়ন
কোম্পানীটি ১৯৯৮ সাল থেকে কেনিয়ায় টেলিকম সেবা দিচ্ছে। কেনিয়া গত এপ্রিলে হুয়াওয়ের সাথে ১৭ কোটি ২০ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর করে। বর্তমানে আফ্রিকার ৪০টি দেশে ৪জি নেটওয়ার্ক চালু রয়েছে।
এছাড়া মিশর আগামী ২১ জুন থেকে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনের জন্য ৫জি নেটওয়ার্ক ব্যবহার করবে। এ বছর থেকে দক্ষিণ আফ্রিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ৫জি নেটয়ার্ক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে হুয়াওয়ে । হুয়াওয়ের উপস্থিতির কারণের আফ্রিকার স্মার্টফোন বিক্রি এবং মোবাইল নেটওয়ার্ক তৈরীতে অনেক দূর নিয়ে যাবে বলে মনে করছেন দেশটির নীতি নির্ধারকরা।