জুয়েল খান : সরকার বাজেট বাস্তবায়ন এবং ঘাটতি পূরণের নানা রকম উদ্ভাবনী ব্যবস্থা গ্রহণ করে থাকে। সুতরাং বড় বাজেট দেখে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন লেখক ও রাজনীতিবিদ নূহ-উল-আলম লেনিন।
তিনি বলেন, বাংলাদেশে সব সময়ই বাজেট নিয়ে আশঙ্কা থাকে যে, আসলে এই বাজেট বাস্তবায়ন হবে কিনা? তবে শেষ পর্যন্ত দেখা যায়, সব বাজেটই বাস্তবায়িত হয়। সুতরাং বাজেট নিয়ে অনেকেই নানা মত পোষণ করে থাকেন এবং এমন মতামত সব সময় থাকবে। অতীতেও অনেক ঘাটতি বাজেট বাস্তাবায়িত হয়েছে এবং এবারও এই বাজেট বাস্তবায়িত হবে। আর এই বাজেট বাস্তবায়নের জন্য সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না বলেও মনে করেন এই রাজনীতিবিদ।