বাহাউদ্দিন তালুকদার : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ-এর সঙ্গে গত বৃহ¯পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের একমাত্র মেরিটাইম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় মেরিটাইম ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিষ্ট্রার, একাডেমিক উপদেষ্টাসহ সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।