ফিরোজ মাহমুদ : চট্টগ্রামের মিরসরাইয়ে মিরসরাই ইকোনোমিক জোন এলাকা থেকে সাবেক এক সেনা সদস্যের (ল্যান্স কর্পোরাল) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২ টার দিকে লাশ উদ্ধার করেন ইকোনমিক জোনে কর্মরতরা। সাবেক ওই সেনা সদস্যের নাম নান্নু মিয়া। নিহতের বাড়ি ফরিদপুরের মধুপুর উপজেলায়। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তিনি ইকোনোমিক জোন এলাকার করিম কইন্সট্রাকশনের আওতাধীন ওয়াহিদ এন্টারপ্রাইজের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। নান্নু মিয়ার লাশ নদীতে বাসতে দেখে উদ্ধার করেন তারা।
তবে কি কারনে মারা গেছে নাকি হত্যা করে পেলে দেয়া হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী লাশ সন্ধানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কিভাবে মারা গেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। সম্পাদনা : জহুরুল হক