আজিজুল ইসলাম : হবিগঞ্জের বাহুবলে জুয়া খেলার আস্তানা থেকে ৩ পেশাদার জুয়ারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে দিকে অভযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত জুয়ারীরা হলেন, উপজেলার কবিলাশপাড়া গ্রামের তৈয়ব আলীর পুত্র ফারুক মিয়া (৪০), চন্দনিয়া গ্রামের মৃত নছরত উল্লার পুত্র জামাল উদ্দিন (৩০) ও বালিচাপড়া গ্রামের এংরাজ মিয়ার পুত্র হাবিবুর রহমান (২১)। জানা যায়, উপজেলার নোয়াবাদ গ্রামের জুয়ারী মজিদের বাড়িতে জুয়া খেলা চলছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ।
অভিযান চালিয়ে পেশাদার তিন জন জুয়ারীকে আটক করেন। এ সময় নগদ ২৪ হাজার টাকাসহ জুয়ার অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়। বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী বিষয়গুলির সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা : জহুরুল হক