জুয়েল খান : ঢাকার ক্লাবগুলোতে র্যাবের লাগাতার অভিযানের কারণে ক্লাবের প্রতি মানুষের ভালো ধারণা তৈরি হবে। বিশেষ করে যারা ভাবতো যে বর্তমান ক্লাবে শুধু অসামাজিক কর্মকা- হয় তারা বুঝবেন প্রধানমন্ত্রী অভিযান চালানোর নির্দেশ দিয়ে শুদ্ধ করে দিচ্ছেন। ফলে এখন নতুন উদ্যোমে ক্লাবগুলো তাদের নিজস্ব সামাজিক-সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করতে পারবে বলে মনে করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করার কারণে সবাই ভয় পাবে। এতে করে ক্লাবগুলো কোনো ধরনের অপরাধমূলক কাজ করতে সাহস পাবে না। যদি কেউ এ ধরনের কর্মকা- করে থাকে তাহলে সে যতো ক্ষমতাবান হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ক্লাবে মদ, জুয়া এবং ক্যাসিনো হতে দেয়া যাবে না। ক্লাব তাদের নিজেদের মতো করে সামাজিক-সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করে সমাজের মধ্যে একধরনের বিনোদনমূলক পরিবেশ তৈরি করবে।