রমজান আলী : গতকাল রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিটি ফাউন্ডেশন আয়োজিত ১৪তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকারের আমলে যে পটাশিয়াম সারের দাম ৬০ টাকা ছিল তাকে আমরা ৩০ টাকা নয় ১৬ টাকা করেছি। আর যে সারের দাম ৭২ টাকা ছিলতা আমরা ২২ টাকা করেছি। আর ৯০ টাকার টিএসপি সার ২৫ টাকা করেছি। কৃষিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি সারের দাম আরও কিভাবে কমানো যায়। ২৫ টাকার টিএসপি সার ১৬ টাকায় আনার চেষ্টা করছেন বলেও জানান তিনি। সম্পাদনা : সমর চক্রবর্তী