আসিফ কাজল : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেইসবুক আইডি বেহাত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে নুর তার ফেইসবুক আইডিটি ব্যবহার করতে পারছেন না বলে জানান। এ ঘটনায় বিকেলে শাহবাগ থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি।
নুর বলেন, সকাল থেকেই আমার ব্যবহৃত ফেইসবুক আইডিতে লগইন করতে পারছি না। ভোর সাড়ে ৫টার দিকে আমার আইডি হ্যাক হয়েছে বলে জানতে পেরেছি।
তিনি আরো বলেন, আমার ফেসবুক আইডির ২ লাখ ৪৮ হাজার ফলোয়ার রয়েছে। হ্যাকের কারসাজিতে সরকার এবং ছাত্রলীগও জড়িত থাকতে পারে। ছাত্রলীগ বা সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য পোস্ট করার কারণে এটি করা হতে পারে। আইডি বেহাত হওয়ায় অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।
ভিপি নুরের অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের প্রতি অভিযোগ তার অভ্যাসে পরিণত হয়েছে। এব্যাপারে নুরুল হক নুরকে আইনশৃংখলা বাহিনীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি। সম্পাদনা : ইকবাল খান