নূর মোহাম্মদ : নুসরাত হত্যা মামলায় সব আসামির ফাঁসির রায়কে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, আসামিদের মৃত্যুদ- নিশ্চিত করার জন্য হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এটা চূড়ান্তভাবে নির্ধারিত হবে হাইকোর্টে। কতজনের ফাঁসি থাকবে, থাকবে না এটা হাইকোর্টের বিবেচ্য বিষয়। আমি ব্যক্তিগতভাবে সন্তোষ প্রকাশ করছি এ জন্য যে, এত অল্প সময়ের মধ্যে বিচার কাজটা সম্পন্ন হলো। গুরুত্বপূর্ণ মামলাগুলোর স্বল্প সময়ে রায় হওয়া উচিত। সম্পাদনা : ইকবাল খান