আসিফুজ্জামান পৃথিল : বিলে স্বাক্ষর করেননি গভর্নর। তাই বিধানসভা স্থগিত করেছেন পশ্চিমবঙ্গের স্পিকার। দুই দিনের এই স্থগিতকরণ রাজ্য সরকারের সঙ্গে গভর্নরের দূরত্ব আরও স্পষ্ট করেছে। বৃহস্পতিবার বিধানসভা ভবনের সামনে বসে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, ‘আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।’ এনডিটিভি
গভর্নর জগদিপ ঢানকার সাংবাদিকদের বলেন, ‘স্থগিতকরণ মানে এই নয় বাংলার বিধানসভা বন্ধ হয়ে গেছে। কেনো এই গেট বন্ধ? আমি এসেছিলাম এই ঐতিহাসিক ভবন ঘুরে দেখতে। একটু লাইব্রেরিতে বসতে। পুরো অবকাঠামো খোলা থাকা উচিৎ ছিলো।’ ভিআইপি গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন গভর্নর। এটি বন্ধ ছিলো। পরে তিনি খোলা থাকা মিডিয়া গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। গর্ভনর ঢানকার জানান, ভবন পরিদর্শন করতে চেয়ে বুধবার সিপ্কিার বিমান ব্যনার্জিকে চিঠি লেখেন তিনি। স্পিকার তাকে একসঙ্গে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। দুই দিনের জন্য অধিবেশন মুলতবি করেছেন স্পিকার। শুক্রবার তা আবারও চালু হবার কথা।
মঙ্গলবার স্পিকার বলেন, ‘আমরা বেশ কিছু বিল তৈরী করে সেগুলো উত্থাপনের আগেই গভর্নরের কাছে পাঠিয়েছিলাম। এগুলো প্রিন্টিং এও গেছে। তবে আমরা এখনও গভর্নরের সম্মতি পাইনি। তাই সেগুলো উত্থাপনই করা যাচ্ছে না। তাই দুইদিন হাউজ মুলতবি থাকবে।’ সম্পাদনা : ইকবাল খান