আসিফুজ্জামান পৃথিল : ভারতের উত্তরপ্রদেশে ত ২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করা হয়েছিলো। তিনি গত মার্চে এই বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার উন্নাওয়ে আদালতের শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় তার গায়ে আগুন লাগিয়ে দেয় দুবৃত্তরা। সেই নারীর শরীরের ৯০শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে ঘটনার পর অভিযুক্ত ২ ধর্ষকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এনডিটিভি
এই দুজন ধর্ষকের একজন পলাতক ছিলো আর একজন গত সপ্তাহে জামিন পায়। শ্যঅমা প্রসাদ মুখার্জি হাসপাতালের চিকিৎসক আশুতোষ দুবে বলেন, ‘সকাল ১০টায় আগুনে পুড়ে যাওয়া মেয়েটাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা ভালো নয়।’ এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখি সে চিৎকার করে আমাদের দিকে ছুটে আসছে। তার গায়ে আগুন জ¦লছিলো। আমাদের পর্যন্ত আসতে সে গায়ে আগুন নিয়েই এক কিলোমিটারের মতো হেঁটেছে।’
উন্নাওয়ে নিজের বাবার বাড়ির গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ঐ নারী। তার অভিযোগ ধর্ষণের পাশাপাশি এ ঘটনার ভিডিও ধারণ করে ঐ দুই ব্যক্তি। এই বিষয়ে স্থানীয় আদালতে শুনানি চলছে। তার করা এফআইআর সম্পর্কে লক্ষৌ এর এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এফআইআরে এই নারী জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি প্রেমের কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আরেক ব্যক্তি সহ ধর্ষণ করে।’ সম্পাদনা : ইকবাল খান