শিমুল মাহমুদ : কারবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ ডেকেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়া পল্টনে দলের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বিজয়ের এই মাসে আমাদের অফিসের সামনে আবারও পুরনো অবস্থা ফিরে এসেছে। পুলিশ র্যাব দিয়ে ভয় দেখানোর যত প্রক্রিয়া থাকে সবকিছু শুরু করেছে।
সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসসূচি ঘোষণা করেন। সম্পাদনা : সমর চক্রবর্তী