মরিয়ম আদরী: দেশটির নির্বাচনে রোববার সোশ্যাল ডেমোক্র্যেটিক দলের সাবেক পরিবহন মন্ত্রী সান্না ম্যারিন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। কেবল দেশেই নয় বিশ্বের ইতিহাসেও তিনি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করলেন। এনডিটিভিএ
তিনি রোববার খুব অল্প ভোটে বিজয়ী হয়ে সম্প্রতি পদত্যাগকারী নেতা অ্যান্তি রিন্নের স্থলাভিষিক্ত হন। গত মঙ্গলবার অ্যানটি রিন্নে পদত্যাগ করেছেন। রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানা বলেন, ‘পুনরায় বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে। আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি নারী নাকি পুরুষ তা নিয়ে ভাবিনি বরং রাজনীতিতে আসার কারণ এবং সেজন্য ভোটারদের আস্থা অর্জনের কথা ভাবি।’
৩৪ বছর বয়সী সান্নার আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। বর্তমানে তার বয়স ৩৫ বছর।
ফিনল্যান্ডে গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে। ডাক বিভাগের ৭শ কর্মীর মজুরি কমানোর পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সংকটে পদত্যাগে বাধ্য হন অ্যান্তি রিন্নে।
সান্না ম্যারিন আগামী মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ, ইকবাল খান