আসিফুজ্জামান পৃথিল : গতকাল এ সংক্রান্ত শুনানির আয়োজন করে হাউজ কমিটি। সদস্যরা ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ের অভিযোগপত্রে কি সংশোধনী আনা প্রয়োজন সে বিষয়ে আলোচনা করেন মার্কিন কংগ্রেসম্যানরা। সিএনএন
এই প্রক্রিয়া সমাপ্তির পর কমিটি এই অভিযোগপত্র দুটি পাস করবে। ফলে ট্রাম্পের অভিসংশন আইনি ভিত্তি পেয়ে যাবে। হাউজ জুডিশিয়ারি কমিটির অনুমোদনের পরেই এই অভিশংসন প্রক্রিয়া ভোটাভুটির জন্য কংগ্রেসে উত্থাপিত হবে। এদিকে হাউজ ইন্টালিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অনুরোধ করেছিলেন, যেনো ইউক্রেন তদন্তের নথি উন্মোচন করা হয়। তবে পেন্সের আইনজীবি ম্যাথু মরগান এই অনুরোধ প্রত্যাখান করেছেন। এদিকে বৃহস্পতিবারই অনুষ্ঠিত হবার কথা ছিলো হোয়াইট হাউজের আনুষ্ঠানিক বল। অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত অধিকাংশ সদস্য ও কর্মকর্তার এতে দাওয়াত ছিলো। তাই অনেকেই অংশ নেননি শুনানিতে। সম্পাদনা : খালিদ আহমেদ