আক্তারুজ্জামান : দীর্ঘ ৯ বছর যে ক্লাবে ছিলেন, যেখানে থেকে নিজের ক্যারিয়ারকে সোনালী করে তুলেছেন সেই ক্লাবের বিরুদ্ধে জমজমাট একটি ম্যাচ খেলতে মুখিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সে লড়াইটা যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয় তবেই যেনো খুশি হবেন সিআর সেভেন। চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্ব শেষে চূড়ান্ত হয়েছে সুপার সিক্সটিনের দল। নকআউট পর্বের ড্র এখনো হয়নি। তবে এখনই রিয়ালের মুখোমুখি হতে চাচ্ছে না রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাস। গত বছর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। আপাতত রিয়ালকে এড়িয়ে যেতে চান তিনি। যদিও ইউরোপসেরার এ প্রতিযোগিতায় যেকোনো পর্যায়ে রিয়ালের মুখোমুখি হওয়াটা রোমাঞ্চকর তার কাছে। ‘স্কাই স্পোর্টস ইতালিয়া’কে এ নিয়ে রোনালদো বলেন, ‘রিয়াল অসাধারণ দল। আমাকে জিজ্ঞেস করলে বলব, দেরিতে তাদের মুখোমুখি হতে চাই। ফাইনালে? আমি এখন অবশ্য সেটাই চাই।’
গত মাস থেকে চোটে ভুগছিলেন পর্তুগিজ তারকা। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে গোল পেয়ে আবারও ছন্দে ফেরার আভাস দিয়েছেন রোনালদো। চোটের সমস্যাও কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা : ইকবাল খান