শাহীন খন্দকার : রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় সম্ভাব্য প্রার্থী কে হবেন, জানতে চাইলে দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, এখনও নির্বাচন কমিশন কোন তফসিল ঘোষণা করেনি। প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেয়া হবে মেয়র নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণা হওয়ার কথা চলতি মাসের ১৮ তারিখের পর। সে অনুযায়ি আগামী বছরের ১৩ মে শেষ হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। গতকাল দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ফেনী জেলা বিএনপি নেতা ভিপি জহির ও ভিপি বেলালের নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।