আক্তারুজ্জামান : দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে গতকাল। ফেডারেশন কাপ (ফেড কাপ) দিয়েই মাঠে গড়িয়েছে দেশের ফুটবল। টুর্নামেন্টের প্রথম দিনই জয় পেয়েছে শিরোপাধারী ঢাকা আবাহনী লিমিটেড। এবার প্রথম ফেড কাপে সুযোগ পাওয়া বাংলাদেশ পুলিশ এফসিকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসর শুরুর প্রথমদিন জোড়া গোল পেয়েছেন বেলফোর্ট। একটি করে গোল করেছেন নাবীব নওয়াজ জীবন ও সানডে চিজোবা। ম্যাচে পুলিশের জালে প্রথমার্ধে ৩ বার এবং দ্বিতীয়ার্ধে ১বার বল জড়িয়েছে আকাশি-হলুদের সেনারা। ম্যাচের ২৮ মিনিটে গোলের সূচনা করেন বেলফোর্ট। চার মিনিট পরই দ্বিতীয় গোলটি আসে জীবনের পা থেকে। বিরতিতে যাওয়ার আগে ৪৩ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন সানডে। ৭১ মিনিটে পেনাল্টি থেকে একহালি গোল পূর্ণ করেন বেলফোর্ট।
ফেড কাপের প্রথমদিন একটি ম্যাচ মাঠে গড়ালেও আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে সাইফ স্পোটিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় বসুন্ধরা কিংস খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। সম্পাদনা : খালিদ আহমেদ