আক্তারুজ্জামান : বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনের ক্লাবগুলোর সাফল্যের অন্যতম উৎস অর্থ। বিনিয়োগ ছাড়া শীর্ষ তারকাদের দলে ভেড়ানো সম্ভব না। তাই বেশি বিনিয়োগ মানেই বেশি সাফল্য। তবে বছরজুড়ে খেলোয়াড়দের পেছনে অর্থ ব্যয়ের শীর্ষে ছিলো স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা। ১২টি দেশের ১৮টি লিগের ৩৫০টি ক্লাবের খরচের তালিকা জরিপ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্পোর্টিং ইন্টেলিজেন্স। বার্সা শীর্ষে থাকলেও সর্বোচ্চ বেতন প্রদানকারী সেরা দশ ক্লাবের সাতটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) দখলে। খবর : কয়েনস্পিকার।
স্পোর্টিং ইন্টেলিজেন্সের জরিপে বেতন দেয়ার তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি বেতন দেয় বার্সেলোনা। মেসি-সুয়ারেজদের পেছনে বছরে বার্সার গড় খরচ ৯৮ লাখ পাউন্ড। বার্সার পরের জায়গাটি ধরে রেখেছে সার্জিও রামোস-গ্যারেথ বেল-করিম বেনজেমাদের রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা রিয়ালের গড় খরচ ৮৯ লাখ পাউন্ড। তালিকায় তিনে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস খরচ করে ৮৫ লাখ পাউন্ড।
ইংলিশ লিগের চ্যাম্পিয়ন ক্লাব ম্যানচেস্টার সিটির (১৩তম) বার্ষিক খরচ ৬৯ লাখ পাউন্ড। নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই ৭১ লাখ পাউন্ড খরচ করে ম্যানসিটির উপরে আছে। সিটির আরেক প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ৬১ লাখ পাউন্ড খরচ করে তালিকার ৩৩ নম্বরে আছে। সম্পাদনা : ইকবাল খান