আক্তারুজ্জামান : ঢাকা-চট্টগ্রাম-ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ও দ্বিতীয় পর্ব শেষে মাঠে গড়িয়েছে তৃতীয় পর্ব। গতকাল দিনের প্রথম খেলায় ঢাকা প্লাটুনকে ছয় উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৪ রান তুলেছিল ঢাকা। জবাবে অধিনায়ক ইমরুল কায়েসের অর্ধশতকে আট বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
রান তাড়া করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যে দুই ওপেনার লেন্ডল সিমন্স (২৫) ও জুনায়েদ সিদ্দিকীকে (৮) হারায় চট্টগ্রাম। এরপর ৪১ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন। একটি চার ও তিনটি ছক্কায় ১৬ বলে ২৫ রানে রিয়াজের বলে ফেরেন ওয়ালটন। এরপর ১৩ রানে ফেরেন রায়ান বার্ল। সোহানকে নিয়ে ২৫ রানের জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন ইমরুল। পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে চট্টগ্রামের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। মিরপুরে দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয় সতর্ক শুরু করেও জুটিতে ৩২ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মাশরাফি ও ওয়াহাব রিয়াজ না খেলতে পারলে শত রানের আগেই শেষ হতো ঢাকা। ওয়াহাব রিয়াজ ২৩ ও মাশরাফি ১৭ রান করেন। এর আগে মুমিনুল ৩২, তামিম ২১ এনামুল ১৪ রান করেন। সম্পাদনা : খালিদ আহমেদ, ইকবাল খান