আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম বিশেষ আসরটি খেলতে আসছেন হাসিম আমলা। তিনি মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন। প্রথমবারের মতো বিপিএল খেলতে আজ ঢাকায় পা রাখবেন এই প্রোটিয়া ওপেনার। খুলনা টাইগার্সের টিম ম্যানেজার নাফিস ইকবালের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ক্রিকফ্রেঞ্জি।
ক্রিকফ্রেঞ্জির তথ্য মতে, হাশিম আমলা টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলবেন। এছাড়াও খুলনা টাইগার্স শিবিরে যোগ দেবেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিন। সেই সঙ্গে বিপিএলে যোগ দিচ্ছেন আহমেদ শেহজাদ ও ফাহিম আশরাফ। দুইজনই খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে। হাঁটুর চোটের কারণে দলটির পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দেশে ফিরে গেছেন। আফ্রিদির স্বদেশি পেসার ওয়াহাব রিয়াজ সিলেট পর্বের খেলায় দলের সাথে নাও থাকতে পারেন।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন আমলা।
বিশেষ করে টেস্ট এবং ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৬ স্ট্রাইক রেটে ৪ হাজার ২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফ সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরির রেকর্ড। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও