আসিফুজ্জামান পৃথিল, শাহনাজ বেগম : ১৯০১ সালের পর ডিসেম্বর মাসে ভারতের রাজধানীতে কখনও এতো তীব্র শীত পড়ে নি। আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবান্তব জানিয়েছেন, স্বাভাবিক বিবেচিত আবহাওয়ার অর্ধেক তাপমাত্রা দিল্লিতে বিরাজমান। এনডিটিভি
চলতি মেসৈুমে দিল্লিতে অস্বাভাবিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহে সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ২.৪ ডিগ্রি। আর সোমবার সেটি ২ ডিগ্রিতে নেমে আসে। দিনের বেলায়ও তাপমাত্র ছিলো অত্যন্ত কম। যা অস্বাভাবিক। সোমবার সকাল থেকেই দিল্লি ও আশেপাশের অঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিলো। ফলে দেখা দেয় রেল ও উড়োজাহাজ জট। দিল্লিগামী ২১টি ফ্লাইট অন্যর্ত অবতরণে বাধ্য হয়। বেশ কয়েকটি ফ্লাইট উড্ডয়নে দেরি হয়, ৬টি বাতিল হয়ে যায়। ৩০টি ট্রেনও ছাড়তে দেরি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ভারতে আরও দুইদির এরকম শীতল আবহাওয়া থাকবে।
এদিকে ঘন কুয়াশার কারণে বেশ কিছু দুর্ঘটনার ঘটনাও ঘটেছ্ েগুরগাওয়ের কাছে একটি গাড়ি খাদে পড়ে মারা গেছেন ৬ জন। দিল্লি বিমানবন্দরের কাছের একটি ফআইওভারের উপরে ট্রাক ও বাসের সংঘর্ষে আহত হন আরও ১২ জন। সবচেয়ে বিপদে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। শহরের বিভিন্ন এলাকায় তাদের আগুন জ¦ালিয়ে শীত নিবারন করতে দেখা গেছে। সম্পাদনা : ইকবাল খান