আসিফ কাজল : দেশের বিভিন্ন স্থানে বইছে শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিলো পঞ্চগড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনি¤œ ১৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির ৩ তারিখে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। এরপরেই দেশজুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এখনো মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও যশোরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে। তবে দিনে এবং রাতে সব সময়ই শীত অনুভূত হবে। জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা আরো কমে আসতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। একারণে তাপমাত্রা কমে ঠা-া বেশি অনুভূত হবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো কমবে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়বে। তবে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সম্পাদনা: সিরাজুল ইসলাম