আসিফুজ্জামান পৃথিল : ব্রিটিশ রাজপরিবারের এই দুই সদস্য বলছেন, সদ্য শুরু হওয়া দশক হবে আমাদের বিশ^কে মেরামত করার। ২০২১ থেকে ৩০ পর্যন্ত প্রতিবছরই দেয়া হবে আর্থশট পুরস্কার। জলবায়ু সমস্যা সমাধানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে নগদ অর্থ। বিবিসি
প্রিন্স উইলিয়াম বলেছেন, বিশে^র হাতে এখন দুটি বিকল্প রয়েছে। হয় দ্রুত ধ্বংসের পথে আগানো অথবা জলবায়ু সমস্যার সমাধান খুঁজে নেয়া। রাজপরিবারের দুই সদস্যের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন স্যার ডেভিড অথেনবার। এই প্রবীণ প্রকৃতিবীদ জানান, সে ব্যক্তিরাই এই পুরস্কার পাবেন, যারা নিজেদের চিন্তার দ্বারা পরবর্তী দশককে বদলে দেবেন। ২০২০ সালের কার্যক্রমের ভিত্তিতে দেয়া হবে প্রথম পুরস্কার।
এ বছরের মার্চে চীনে অনুষ্ঠিত হবে জীববৈচিত্র সম্মেলন আর শেষে গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কপ-২৬। এই পুরস্কারের পরিকল্পনায় পরামর্শ নেয়া হয়েছে ৬০ এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের। কেনসিংটন প্যালেস জানিয়েছে, এ পুরস্কারে বিভিন্ন দাতাদের সহায়তা নেয়া হবে। সম্পাদনা : ইকবাল খান