শিমুল মাহমুদ : ২] জার্মানির পাবলিক ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার ডয়চে ভেলের এ টকশোর নামকরণ করা হয়েছে ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’। দেশের রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন সমস্যার উপর ভিত্তি করে অনুষ্ঠানটি পরিচালিত হবে।
৩] বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির বাংলা টিমের প্রধান সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ৯ টায় ডয়চে ভেলে বাংলার ইউটিউব চ্যানেলে এই টকশো শুরু হবে। প্রথমে আমরা ঢাকা থেকে গেস্টদের সম্পৃক্ত করবো এবং পরবর্তীতে পুরো পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আমরা গেস্টদের সম্পৃক্ত করার ব্যবস্থা করবো। এ জন্য আমরা ৫/৬ টি টেস্ট করেছি এবং সেগুলোতে উত্তীর্ণ হয়েছি। আমাদের মনে হয়েছে আমরা এটি করতে পারবো।
৪] ডয়চে ভেলের এশিয়ার প্রধান দেবারতি গুহ বলেন, ডয়চে ভেলে আছে মানবাধিকার এবং বাক-স্বাধীনতার পাশে। সম্পাদনা : ভিক্টর রোজারিও