আসিফুজ্জামান পৃথিল : [২] খাবারের যে সব পদ মার্কিন প্রেসিডেন্টের বিশেষ পছন্দের, তার মধ্যে রয়েছে মিটলোফ। ভেড়ার মাংসের পদ এটি। প্রতি বছর তার জন্মদিনে ট্রাম্পের বোন নিজে হাতে বানিয়ে তাঁকে খাওয়ান। এ ছাড়া বিভিন্ন মাংসের স্টেক, কাঁকড়া, চিংড়ি, চেরি-ভ্যানিলা আইসক্রিম, চকলেট কেকও ভালবাসেন। হিন্দুস্তান টাইমস
[৩] প্রতিদিনের সকালের নাস্তাতেও বার্গার খান তিনি। জানা গেছে, ভারত সফরকালে এসব মাংসের আইটেম পরিবেশনে কোনও ধরণের কার্পণ্য করবে না ভারত সরকার।
[৪] অথচ এর আগে দেখা গেছে, বিদেশী কোনও নেতা ভারতে এলে তাকে নিরামিশ দিয়ে আপ্যায়ণ করা হয়।
[৫] কিন্তু ‘মাংসভোজী আমেরিকান’ ট্রাম্পের ক্ষেত্রে এই নীতি থেকে সরে আসলো তারা। সম্পাদনা : ইকবাল খান