মশিউর অর্ণব: [২] ১৯৮৭ সালে মুক্তপ্রাপ্ত ‘মিস্টার ইন্ডিয়া’ চলচ্চিত্রের ভিলেনের নাম ছিল ‘মোগাম্বো’। অভিনেতা অমরেশ পুরী ওই চলচ্চিত্রে মোগাম্বোর চরিত্রে অভিনয় করেছিলেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেই মোগাম্বোর সাথে তুলনা দিলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী। এনডিটিভি।
[৩] মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিপুল অর্থ ব্যয় সম্পর্কে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারি কোষাগার থেকে অনর্থক কোটি কোটি টাকা ব্যয় করার কী দরকার? ট্রাম্পকে খুশি করতে বস্তিবাসীদের লুকিয়ে রাখতে হচ্ছে বা তাদের অন্যত্র সরিয়ে দিতে হচ্ছে, এটা কী সঠিক আচরণ?
[৪] কংগ্রেসের এই সিনিয়র নেতা আরও বলেন, এসব কী হচ্ছে? লাখ লাখ মানুষ জড়ো করে ট্রাম্পকে স্বাগত জানালে ভারতের কী লাভ হবে? এজন্য আমাদের সরকারি কোষাগার থেকে কেনো কোটি কোটি টাকা খরচ করতে হবে? কেন বস্তিবাসীদের উচ্ছেদ করতে হবে? এমন মনে হচ্ছে যে, ‘মোগাম্বো’কে খুশি করার জন্য কেন্দ্রীয় সরকার সবকিছুই করতে পারে। সম্পাদনা : ইকবাল খান