আসিফুজ্জামান পৃথিল : [২] ২০১৭ সালে জান্নাত বিবি নিজের সন্তান এবং দুই নাতিকে তালেবানদের সঙ্গে বন্দুকযুদ্ধে হারান। তারা সকলেই আফগান পুলিশ ফোর্সে কাজ করতেন। আল জাজিরা
[৩] এরপর থেকে নাতিদের ১৭ সন্তানের দেখাশোনা করতে তাকে তীব্র সংগ্রাম করতে হচ্ছে। ৮০ বছর বয়সী জান্নাত ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করেন।
[৪] এই গল্পের সঙ্গে আফগানিস্থানের বহু নাগরিক নিজেদের মেলাতে পারবেন। এ ধরণের অজ¯্র ঘটনা ঘটেছে গত ১৮ বছরের আফগান-তালেবান যুদ্ধে। শুক্রবার একটি চুক্তির ঘোষণা যেই যুদ্ধ সমাপ্তির সম্ভাবনা তৈরি করেছে।
[৫] জান্নাত আল জাজিরাকে বলেন, ‘আমার প্রতিবেশিরা আমাকে একটি সম্ভাব্য চুক্তির কথা জানিয়েছে। আমি খুশি। আমি চাইনা আমার মতো আর কাউকে এতো কষ্ট পেতে হোক।’
[৬] শুধু জান্নাত বিবি নন, আপামর আফগানরা শান্তির অপেক্ষায় প্রহর গুনছেন। তারা চান, এই যুদ্ধের অবসান হোক। আফগানিস্তান আবারও সমৃদ্ধির পথে ফিরে আসুক।
[৭] তালেবানরাও বলছেন, তারা মানসিকভাবে চুক্তির জন্য প্রস্তুত। প্রয়োজনে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন তারা। সম্পাদনা : ইকবাল খান