দেবদুলাল মুন্না:[২] যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্টে ভারতীয় সাংবাদিক বারখা দত্ত এ দাবি করেন। গত মঙ্গলবার স্যামন মাছের টিক্কা, খাসির বিরিয়ানি এবং হ্যাজেলনাট আপেলের পাই দিয়ে মোদী যখন খাচ্ছিলেন তখন গুরু তেগ বাহাদুর হাসপাতালে দাঙ্গায় মারা যাওয়াদের একজন শহীদের স্বজনরা এমনই ভাবছিলেন।
[৩] বারখা দত্ত বলেন, নয়াদিল্লি যখন যুদ্ধক্ষেত্র, তখন রাষ্ট্রপতি ভবনে অতিথি ট্রাম্পকে ঘিরে চলছিলো এক বেসুরো ও সুররিয়াল উৎসব। ট্রাম্প কোনো অঙ্গীকার বা চুক্তিস্বাক্ষর করেননি। কিন্তু মোদীর সরকারপন্থী ওয়েবসাইটেও ট্র্যাম্প শিরোনামে ছিলেন না।
[৪] ট্রাম্পের এই সফরের সময় ভারতের ভাবমূর্তির চূড়ান্ত প্রদর্শনী দেখানোর কথা ছিলো। ট্রাম্পের জন্য এটা ছিলো মার্কিন নির্বাচনের বছরে ভারতীয় দর্শকদের চমক দিয়ে বিত্তবান ও প্রভাবশালী ভারতীয় আমেরিকানদের কাছে টানার সুযোগ। কিন্তু মোদীও শেষপর্যন্ত দাঙ্গা ঘটার পর ট্র্যাম্পের নিউজকে আড়াল করতেই যেন ব্যস্ত ছিলেন।
[৫] তিনি জানান, এক ভিডিওতে দেখা যায়, একদল লোককে দিয়ে পুলিশ জোর করে জাতীয় সংগীত গাওয়াচ্ছে। অন্যদিকে দাঙ্গা হচ্ছিলো। সম্পাদনা : খালিদ আহমেদ