আদনান হোসেন :[২] মো. শাহাব উদ্দিন আরও বলেন, পরিবেশ দূষণমুক্ত করতে হলে খালবিল নদীনালা দূষণমুক্ত করতে হবে। ঢাকার আশেপাশের ইটভাটা অপসারণ করতে হবে।
[৩] ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
[৪] গতকাল ধামরাই পৌরসভার ধামরাই সিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
[৫]এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবি আবুল কাশেম রতন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র গোলাম কবীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল হক, ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা,উপজেলা যুবলীগনেতা হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান