আনিস তপন: [২] আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, এই মহতী অনুষ্ঠানকে সামনে রেখে দেশের মানুষ উদগ্রীব। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপনসহ বিভ্রান্তিকর প্রচারণার ক্ষেত্রে কঠোর নজরদারি করা হবে।
[৩] তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
[৪] গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
[৫] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠান হবে পুরানো বিমানবন্দরের প্যারেড স্কয়ারে। ১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক অতিথি আসবেন। সেদিন ট্রাফিক রুট কী হবে পরে তা জানিয়ে দেয়া হবে।
[৬] উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং দেশি-বিদেশি অতিথি, কূটনৈতিকদের আসনগ্রহণসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
[৭] করোনাভাইরাসের কারণে কোনো নিশেধাজ্ঞা থাকবে কী-না? জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোন নিষেধাজ্ঞা জারি করিনি। সম্পাদনা : খালিদ আহমেদ