মশিউর অর্ণব: [২] গতকাল এই তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া।
[৩] নতুন করে কোভিড-১৯ এর আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। আগ্রা, কেরালা, দিল্লি, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরে ছড়িয়েছে কোভিড-১৯ এর সংক্রমণ। এর মধ্যে আগ্রাতে ৬ জন ও কেরালায় আক্রান্ত হয়েছেন ৩ জন।
[৪] ভারতে মোট আক্রান্ত ২৮ জনের মধ্যে ১৬ জনই ইতালির নাগরিক। বর্তমানে তাদেরকে দিল্লির একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
[৫] ফেব্রুয়ারিতে ২৩ জন ইতালিয় পর্যটকের একটি দল দিল্লিতে আসেন। এরপর রাজস্থানে ভ্রমণ করতে যান তারা। ওই পর্যটক দলের ভারতীয় গাড়িচালকও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
[৬] এছাড়াও দুই শিক্ষার্থীর অভিভাবকের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে দিল্লির নয়ডা এলাকার একটি স্কুল। সম্পাদনা : ইকবাল খান