মশিউর অর্ণব: [২] ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এবার সেই ভাইরাস আতঙ্কেও লেগেছে রাজনীতির ছোঁয়া। হিন্দুস্থান টাইমস।
[৩] গতকাল পশ্চিমবঙ্গের মালদহে এক জনসভায় দিল্লির সহিংসতার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি করে মমতা বলেন, গুজরাটে যা ঘটেছিল সেটিরই পুনরাবৃত্তি হয়েছে দিল্লিতে। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, শিশুর সামনে তার বাবা-মা, ভাই-বোনকে কেড়ে নিয়েছে। সরকারিভাবে ৫০ থেকে ৫৫ নিহত হয়েছে বলা হলেও আমাদের কাছে খবর আছে, উত্তর-পূর্ব দিল্লিতে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।
[৪] তিনি আরও বলেন, দিল্লিতে করোনায় কেউ আক্রান্ত হননি। অযথা এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। যারা দিল্লিতে মারা গিয়েছেন, কেউ করোনা বা ডেঙ্গুতে মারা যায়নি।
[৫] দিল্লির সহিংসতাকে ‘আসল করোনা’ আখ্যা দিয়ে মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন, মানুষ যাতে আসল করোনার কথা ভুলে যায়, সেজন্য সরকার পরিকল্পিতভাবে মিডিয়ার সাহায্যে করোনাভাইরাস নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। সম্পাদনা : ইকবাল খান