জেরিন আহমেদ: [২] বইয়ে ভাইরাসটির নাম দেয়া হয় উহান ৪০০। উপন্যাসে দেখানো হয় চীনের উহান প্রদেশের গবেষণাগারে জৈব অস্ত্র হিসেবে এই ভাইরাস তৈরি করা হবে ।
[৩] ডিন তার লেখায় দেখিয়েছেন, ১২ ঘণ্টায় একটি অঞ্চলের সব মানুষকে মেরে ফেলতে পারে এই ভাইরাস। ৩৩৩ নম্বর পাতায় দেখা যাচ্ছে, এক চরিত্র বলছে, ‘‘উহান-৪০০ একটি দারুণ অস্ত্র । এটা শুধুই মানুষের ওপরেই কার্যকর হবে। এটি অনেকটি সিফিলিসের মতো । মানব দেহের বাইরে এক মিনিটের বেশি অস্তিত্ব রাখতেই পারবেই না । সূত্র: নিউজ ১৮, সময় নিউজ
[৪] নিক হিন্টন টুইটারে লিখেছেন, অনেক আগেই এই বই আকারে ইঙ্গিতে সতর্ক করেছিল করোনা নিয়ে। যেমন, উহান ৪০০ এর কথা লেখা রয়েছে ৩৩৩ নং পাতায়। করোনা ভাইরাস বানাতে প্রয়োজনীয় আরএনএ প্রোটিনটির বেস ৩৩৩ । উহান-৪০০ ভাইরাসের ৪০০ সংখ্যাটিকে ২০২০ এই ভাবেই লেখা যায় । ওই টুইটারে তার দাবি এভাবেই সতর্ক করেছিলেন লেখক যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি ডিন কুন্টজকে। সম্পাদনা : সমর চক্রবর্তী