আসিফুজ্জামান পৃথিল : [২] ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের আগে ভারত সরকার জননিরাপত্তা আইনে আটক করে সাবেক এই মুখ্যমন্ত্রীকে। তবে তিনি মুক্তি পেলেও তার পুত্র ওমর আবদুল্লাহ এবং আরেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিষয়ে কিছু জানায়নি রাজ্যটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইয়ন নিউজ, এনডিটিভি, আনন্দবাজার
[৩] এক টুইট বার্তায় তার মেয়ে সাফিয়া আব্দুল্লাহ খান লেখেন, ‘আমার পিতা আবারও একজন মুক্ত মানুষ।’
[৪] এই প্রথমবারের মতো ভারতে কোনও মূলধারার রাজনীতিবিদের উপর এই আইনে অভিযোগ আনা হয়।
[৫] সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিরোধীরা। তার পরেও ছাড়া হয়নি ফারুককে। বরং ডিসেম্বরে তার বন্দিদশার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।
[৮] অবিলম্বে ফারুক আবদুল্লার মুক্তি চেয়ে সম্প্রতি ৮টি বিরোধী দল সরকারের কাছে যৌথ আবেদন জানিয়েছিলো। সেই সঙ্গে জন নিরাপত্তা আইনে বন্দি ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লা এবং উপত্যকার আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তির দাবিও জানায় তারা। সম্পাদনা : ইকবাল খান