ইয়াসিন আরাফাত : [২] শুক্রবার ‘চীনা টুইটার’ উইবোতে এই ঘোষণা দেন এশিয়ার শীর্ষ ধনী এবং চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা ও বিশ্বের প্রথম সারির ধনকুবের জ্যাক মা। সিএনএন, নিউ ইয়র্ক পোস্ট, আলজাজিরা।
[৩] তিনি এমন সময়ে এ ঘোষণা দিলেন, যখন করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে।
[৪] জ্যাক মা বলেন, তিনি এই পণ্যসামগ্রী একত্রিত করেছেন এবং আমেরিকার জনগণের জন্য তার এই সহায়তা খুব শিগগিরই দেশটিতে পাঠানো হবে। তিনি আশা করছেন, তার এই সহায়তা যুক্তরাষ্ট্রের কিছু মানুষের সাহায্যে লাগবে।
[৫] আলিবাবা থেকে অবসর নেয়া ৫৫ বছর বয়সী জ্যাক মা ইতোমধ্যে করোনাভাইরাস কবলিত জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ইউরোপকে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় লাখ লাখ ফেস মাস্ক অনুদান দিয়েছেন। গেল সপ্তাহে ইউরোপে ১৮ লাখ মাস্ক ও ১ লাখ কিট দেয়ার ঘোষণা দেন তিনি। সম্পাদনা : ইকবাল খান