ইসমাঈল আযহার : [২] পাকিস্তানের মুসলিম লীগের মুখপাত্র মরিয়াম এবং নাগজিব বলেছেন, ইমরান খান সবসময় জতির সঙ্গে মিথ্যা, মিথ্যা এবং শুধু মিথ্যাই বলেছেন। ইমরান খানের বক্তব্য থেকে এটা স্পষ্ট হয় যে, পাকিস্তানের সাধারণ মানুষের জন্য তার কোনও চিন্তা নেই। আবতক টিভি, ডেইলি পাকিস্তান, বোলনিউজ ডটকম।
[৩] নেতারা বলেন, ইমরান খান জাতিতে সাধারণ মানুষকে বার্তা দিয়ে বলেছেন, ঘাবরানোর কিছু নেই। এই বক্তব্য দেয়ার পরিবর্তে তার করোনাভাইরাস প্রতিরোধে ভূমিকা নেয়া দরকার ছিল।
[৪] ওই দুই মুখপাত্র আরও বলেন, ইমরান খান এখনও করোনাভাইরাসের ভয়াবহতা বুঝতে সক্ষম হননি। এখনও তিনি কোনও খোঁজ-খবরই নেননি।
[৫] মুখপাত্র আরও বলেন, হাসপাতালে রোগীদের জন্য কোনও সুযোগ-সুবিধা নেই। ইমরান খান দেশের অর্থনীতির মৃত্যু ডেকে এনেছেন এবং পাক-জনগণকে প্রাণঘাতী ভয়াবহ এই ভাইরাসটি প্রতিরোধ করতে তাদের অসহায় করে তুলেছেন। বোলনিউজ ডটকম