আসিফুজ্জামান পৃথিল : [২] সারা বিশে^ ১৭৬টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ২৯ হাজার ৬৬৬জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৩৩৬জন।
[৩] যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র চিকিৎসকদের কাজ চালিয়ে যেতে একটি নতুন গাইডলাইন চালু করেছে।
[৪] কোভিড-১৯ সংক্রমণকে সামনে রেখে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনী। কমান্ডার স্কট মিলার এক বিবৃতিতে এই কথা জানান।
[৫] স্পেনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের ৮০ শতাংশ নাগরিক এই রোগে আক্রান্ত হতে পারেন। মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ ওইসো বলেন, এর মধ্যে ১৫ শতাংশ নাগরিক মারা যাবেন। দেশটিতে ইতোমধ্যেই ৭৬৭জন মারা গেছেন।
[৬] বাংলাদেশের লক্ষীপুরে এক ধর্মীয় সমাবেশের আয়োজন করে করোনামুক্তির দোয়া করায় সমালোচনার ঝড় বইছে আন্তর্জাতিক অঙ্গনে। বেশ কিছু সংস্থা এই ঘটনাকে আত্মহত্যা বলে অভিহিত করেছে।
[৭] লকডাউনকে সামনে রেখে দেশ ছাড়ার চেষ্টা করছেন ফিলিপাইনের নাগরিকরা। সাগরপথে অনেকেই নৌকায় করে দেশ ছাড়ছেন।
[৮] দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ইতোমধ্যেই শুরু হয়েছে খাদ্য সঙ্কট। সুপারমার্কেটগুলোর তাক খালি অবস্থায় পড়ে আছে। সম্পাদসা : খালিদ আহমেদ